অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফির মাঝে রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ড সফরের আগে আইপিএলের মাঝেই রোহিত শর্মার পর বিরাট কোহলিও। টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিরা। ভারতীয় ক্রিকেটে এখন যেন পালাবদলের সময় চলছে। কোচ গৌতম গম্ভীর ‘নতুন’ মুখ চাইছেন। রোহিত, বিরাটদের পর এ বার কি মহম্মদ সামিও একই পথে? ভারতীয় দলে যা পরিস্থিতি তৈরি হয়েছে, সিনিয়র ক্রিকেটারদের নিয়ে এমন প্রশ্ন, জল্পনাই তৈরি হচ্ছে। সামি এর জবাব দিলেন নিজের মতোই।
ভারতের এই তারকা পেসার শেষ টেস্ট খেলেছিলেন গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। ২০২৩ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের পরই চোট। দীর্ঘ প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্য়াবর্তন হয়েছিল। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি, ওডিআই খেলেন। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ঘরোয়া ক্রিকেটে তিন ফরম্যাটেই খেলেছেন।
ইংল্যান্ড সফরের দল এখনও ঘোষণা হয়নি। তাঁকে নিয়ে অবসর প্রসঙ্গ উঠতেই এটিতে স্রেফ জল্পনা বলেছেন। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন মহম্মদ সামি। ৩৪ বছরের সামি সেই প্রতিবেদনটি ইন্সটাস্টোরিতে দিয়ে অনেক কিছুর পাশাপাশি লিখেছেন, কখনও তো ভালো কিছু লিখুন!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত মরসুমে খেলতে পারেননি মহম্মদ সামি। চোট ছিল তাঁর। গুজরাট টাইটান্স তাঁকে রিটেনও করেনি। আইপিএলের মেগা অকশনে তাঁকে নেয় সানরাইজার্স হায়দরাবাদা। এ বারের আইপিএলে সামিকে ঠিক চেনা ছন্দে পাওয়া যায়নি। ২০১৮ সালের আইপিএলের পর তাঁর ইকোনমিও ডাবল ডিজিটে। সে কারণেও সামিকে নিয়ে প্রশ্ন উঠছে। এখন দেখার ইংল্যান্ড সফরের স্কোয়াডে তাঁকে রাখা হয় কি না।