সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। এর আগে বিদায় জানিয়েছিলেন টি-টোয়েন্টিকেও। যদিও আইপিএলে তাঁর দাপট অব্যাহত। গত ১৮ বছর ধরে আরসিবি’কে রঙিন করে রেখেছেন তিনি। আর টেস্ট বিদায়কালে কোহলিকে বিরাট সম্মান দিতে তৈরি আরসিবি ভক্তরা। নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে চিরাচরিত স্টেডিয়ামে লাল-নীল জার্সি না পরার ডাক বেঙ্গালুরু সমর্থকদের।
ভারত-পাক সংঘর্ষের আবহে বন্ধ রাখা হয়েছিল আইপিএল। অবশেষে ১৭ মে থেকে টুর্নামেন্ট শুরু হবে। সেক্ষেত্রে ফাইনাল হবে ৩ জুন। দ্বিতীয় দফায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে আরসিবি ও কেকেআর। সেই ম্যাচটি হবে বেঙ্গালুরুতে। আরসিবি’র ম্যাচ মানেই লাল-কালো কিংবা অ্যাওয়ে সবুজ জার্সিতে স্টেডিয়াম ভরিয়ে তোলেন ভক্তরা।
তবে নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে সেটা নাও দেখা যেতে পারে। কোহলির টেস্ট অবসরকে সম্মান জানাতে সাদা জার্সিতে মাঠ ভরানোর পরিকল্পনা রয়েছে সমর্থকদের। ১৪ বছর সাদা জার্সিতে ভারতের প্রতিনিধিত্ব করেছেন কোহলি। আরসিবি’র সমর্থকরা বার্তা পাঠিয়েছেন, ‘পরের ম্যাচে কোহলিকে সম্মান জানাতে সাদা জার্সি পরে আসুন। আর এই বার্তাটা সকলের কাছে পৌঁছে দিন।’
আরও বলা হয়েছে, ‘কোহলির জন্য বহু মানুষ টেস্ট ক্রিকেটের প্রেমে পড়েছে। অথচ তাঁকে আর সাদা জার্সিতে দেখা যাবে না। আমরা শুধু জানাতে চাই, ওঁকে আমরা কত ভালোবাসি। সাদা জার্সি পরে আমরা ওঁর ঐতিহ্যকে সম্মান জানাতে চাই। সেই ঐতিহ্য শুধু পরিসংখ্যান নিয়ে নয়। অসংখ্য মানুষের ভালোবাসার প্রমাণ।’ এমনকী স্টেডিয়ামের বাইরে সাধারণ সমর্থকদের সাদা জার্সি দেওয়ার জন্য চাঁদাও তোলা হচ্ছে। জার্সি না থাকলে সাদা শার্ট পরে আসার অনুরোধও করা হয়েছে।