টেস্ট অবসরের পর প্রথমবার মাঠে ‘হিটম্যান’, ধরা দিলেন চেনা ছন্দে


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর অনেকেই ভেবেছিলেন, রোহিত শর্মা আসন্ন ইংল্যান্ড সফরে ভারতকে নেতৃত্ব দেবেন। যদিও ৭ মে টেস্ট ক্রিকেট থেকেই অবসর ঘোষণা করেছেন ‘হিটম্যান’। এই আবহে আইপিএলের দ্বিতীয় পর্বের জন্য অনুশীলনে নেমে পড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আর অবসরের পর প্রথমবার দলের সঙ্গে অনুশীলনে নামলেন রোহিতও।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেনা মেজাজেই পাওয়া গিয়েছে রোহিত শর্মাকে। ২১ মে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে চলেছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। এদিনের অনুশীলনে রোহিতের সঙ্গে দেখা গিয়েছে তিলক বর্মা, মিচেল স্যান্টনার, করন শর্মা, নমন ধীর, রবিন মিনজ, অশ্বনী কুমারের মতো তারকাদের। ছিলেন হেডকোচ মহেলা জয়বর্ধনে, বোলিং কোচ লাসিথ মালিঙ্গাও। প্র্যাকটিসের ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় শেয়ার করেছে মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। তবে, অনুশীলনে দেখা যায়নি অধিনায়ক হার্দিক পান্ডিয়া, জশপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদবদের।

চলতি আইপিএলের শুরুর দিকে হোঁচট খেলেও অনবদ্য প্রত্যাবর্তন করেছে মুম্বই। পরপর পাঁচ ম্যাচ জিতে শেষ ম্যাচে হার স্বীকার করলেও পয়েন্ট টেবিলে তারা চতুর্থস্থানে। চোট সারিয়ে বুমরাহ ফিরে এসেছেন। রোহিত শর্মাও তাঁর দুর্দান্ত ফর্ম ফিরে পেয়েছেন। চার ম্যাচে তিনটি অর্ধশতক হাঁকিয়ে রিকেলটনের সঙ্গে দারুণ শুরু করেছেন তিনি। এতেই ভোল বদলে গিয়েছে গোটা দলটার।

রোহিতপ্রেমীরা চাইছেন, দ্বিতীয় পর্যায়েও তাঁকে ‘হিটম্যান’ অবতারে দেখতে। অষ্টাদশ আইপিএলে ১১ ম্যাচে আপাতত ৩০০ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৫২.২৮। গড় ৩০। লাল বলের ক্রিকেটে অবসরের পর ২১ মে প্রথমবার মাঠে নামতে চলেছেন রোহিত শর্মা। তাঁকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।



Leave a Reply