অনুপস্থিত বিদেশিরা, আইপিএলের দ্বিতীয় পর্বে দুর্বল হচ্ছে একাধিক দল


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত ও পাকিস্তান সংঘর্ষবিরতির পর ১৭ মে, শনিবার শুরু হতে চলেছে আইপিএলের দ্বিতীয় পর্ব। যদিও কিছু বিদেশি তারকা তাঁদের আন্তর্জাতিক ব্যস্ততার কারণে আইপিএলের বাকি অংশ খেলার ব্যাপারে সংশয়ে। যার জেরে সমস্যায় পড়তে পারে আইপিএলের হেভিওয়েট দলগুলি। আর সেই তালিকায় রয়েছে গুজরাট টাইটান্স, আরসিবি, দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসের মতো দলগুলি। 

২৯ মে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে আসার কথা ওয়েস্ট ইন্ডিজের। এরপর দুই দল টি-টোয়েন্টি সিরিজও খেলবে। অন্যদিকে, ১১ জুন থেকে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফিকা। সেই কারণে আইপিএলের দ্বিতীয় দফায় অনেক বিদেশি ক্রিকেটারই ভারতে আসতে পারবেন না।

গুজরাট টাইটান্স ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পয়েন্টও ১৬। তবে, রানরেটের কারণে তারা দ্বিতীয়স্থানে। এরপর রয়েছে যথাক্রমে পাঞ্জাব কিংস, মুম্বই ইন্ডিয়ান্স। এই পরিস্থিতিতে আরসিবি চার বিদেশি ক্রিকেটারকে পাবে কিনা, সে-ব্যাপারে এখনও নিশ্চিত নয়। পাঞ্জাব এবং দিল্লিও সমস্যায় পড়তে পারে। অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টসের প্লে অফের স্বপ্ন কার্যত শেষ হয়ে গেলেও তারাও কিন্তু এই ইস্যুতে ধাক্কা খেতে পারে। সমস্যায় পড়তে পারে গুজরাটও। তাদের তিন বিদেশি ক্রিকেটার অনিশ্চিত। মুম্বইও হয়তো তিন ক্রিকেটারকে পাবে না।

আরসিবি জ্যাকব বেথেল, রোমারিও শেফার্ড, জশ হ্যাজেলউড, লুঙ্গি এনগিডির মতো তারকাকে হয়তো পাবে না। গুজরাট মিস করবে তিন তারকাকে। তাঁরা যথাক্রমে জস বাটলার, শেরফেন রাদারফোর্ড এবং কাগিসো রাবাডা। মুম্বইয়ে নেই করবিন বোশ, রায়ান রিকেলটন, উইল জ্যাকস। পাঞ্জাব কিংস পাবে না মার্কো জ্যানসেন, জশ ইংলিশের সার্ভিস। দিল্লিতে দেখা যাবে না ট্রিস্টান স্টাবস এবং মিচেল স্টার্ককে। এলএসজি পাবে না আইডেন মার্করাম ও শামার জোসেফকে। রাজস্থান এবং সিএসকে’র হয়ে দেখা যাবে না জোফরা আর্চার এবং জেমি ওভারটনকে। সুতরাং, প্লে অফে যাওয়ার আগে বিদেশি ক্রিকেটারদের অভাব ফ্রাঞ্চাইজি দলগুলিকে কি ‘দুর্বল’ করে দেবে? উঠছে প্রশ্ন। 

Leave a Reply