ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বার আইপিএল জিতেছে তারা। পরে সমসংখ্যক আইপিএল জিতেছে চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের অন্যতম সফলতম দল মুম্বইয়ের সাম্প্রতিক পারফরম্যান্স অবশ্য স্বস্তির নয়। গত মরসুমেও হতাশার পারফরম্যান্স হয়েছে। গত কয়েক বছর তরুণ ক্রিকেটারদের উপরই ভরসা দেখিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এখন তারাই অভিজ্ঞ হয়ে উঠেছেন। কিন্তু আইপিএলের নতুন মরসুমের আগে কিছুটা সমস্যায় মুম্বই ইন্ডিয়ান্স।
আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ। মুম্বই ইন্ডিয়ান্স তাদের প্রথম ম্যাচ খেলবে পরদিন অর্থাৎ ২৩ মার্চ। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে যাত্রা শুরু করবে মুম্বই। কিন্তু নির্বাসনের কারণে সেই ম্যাচে পাওয়া যাবে না হার্দিক পান্ডিয়াকে। গত মরসুমে শৃঙ্খলাজনিত কারণে হার্দিককে এক ম্যাচের নির্বাসন দেওয়া হয়েছিল। ফলে চেন্নাইয়ের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়াকে ছাড়াই নামতে হবে। মুম্বই ইন্ডিয়ান্সে এখন জোড়া চিন্তা।
মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক। তিনি না খেললে পরিবর্ত ক্যাপ্টেন হিসেবে ভাবা যেতে পারত জসপ্রীত বুমরার কথা। কিন্তু তিনিও চোটে। জসপ্রীত বুমরাকে শুরুর দিকে কয়েক ম্যাচে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। মুম্বই ইন্ডিয়ান্সের একাদশে এর বড় প্রভাব পড়বে। এমন পরিস্থিতিতে রোহিত শর্মা কিংবা সূর্যকুমার যাদবের মধ্যে একজনকে ক্যাপ্টেন্সি করতে দেখা যেতে পারে। এর মধ্যে সূর্যরই সম্ভাবনা বেশি। এক ম্যাচের জন্য রোহিত আর ক্যাপ্টেন্সিতে আগ্রহ দেখাবেন বলে মনে হয় না। অন্য দিকে, স্কাই টি-টোয়েন্টিতে জাতীয় দলেরও ক্যাপ্টেন।
প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের একাদশ হতে পারে-রোহিত শর্মা, উইল জ্যাকস, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, রবিন মিঞ্জ (কিপার-ব্যাটার), নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, করণ শর্মা, ট্রেন্ট বোল্ট, লিজাড উইলিয়ামস, মুজিব উর রহমান (ইমপ্যাক্ট প্লেয়ার)