লখনউ: টানা ছয় ম্যাচ জিতে সিংহাসন ফিরে পেয়েছে ভারত। রবিবারের ম্যাচে বোলারদের দাপটেই ইংল্যান্ডকে (England) হারিয়ে জয়রথ ধরে রেখেছে টিম ইন্ডিয়া। বিশ্ব চ্য়াম্পিয়নদের বিরুদ্ধে ভারতের এই জয়ের নেপথ্য নায়ক মহম্মদ সামি ও জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। এ বার বুমরা, সামির প্রশংসা শোনো গেল সর্বকালের সেরা বোলার ওয়াসিম আক্রমের মুখে। কী বলছেন সুলতান অফ সুইং? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
লখনউয়য়ের পিচে ভারতীয় বোলারদের স্পিন নিয়ে আলোচনা হয়েছে আগে। তবে সব আলোচনাকে উড়িয়ে দিয়েছেন ভারতীয় বোলাররা। শুরুতেই পর-পর উইকেট নিয়ে ইংরেজদের টপ অর্ডারে ভাঙন ধরিয়ে দেন বুমরারা। এরপর ম্যাচ যত এগোতে থাকে, বাড়তে থাকে বোলারদের দাপট। একের পর এক উইকেট নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের হেলায় হারিয়ে দেয় রোহিত শর্মার ভারত। ভারতীয় বোলারদের এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর প্রবাদপ্রতিম ওয়াসিম আক্রমের মুখে শোনা গেল বুমরার প্রশংসা। নিজের থেকেও বুমরাকে এগিয়ে রাখছেন আক্রম। তাঁর কথায়, “বুমরা এখন বিশ্বের সেরা বোলার। পেস, নিয়ন্ত্রণ সব দিক থেকে সবার উপরে ও। কী দুর্দান্ত পারফরম্যান্স! পুরো প্যাকেজ বুমরা। নতুন বলের সঙ্গেও খাপ খাইয়ে নিতে ওর সমস্য়া হয় না। সব দিকটা এত সুন্দর সামলায়। বুমরা একজন সম্পূর্ণ বোলার, যার কোনও দিকে কোনও খামতি নেই।”
শুধু প্রশংসা করেই থেমে থাকেননি ওয়াসিম। পাকিস্তানি বোলারদের বুমরার থেকে শেখা উচিত বলেও জানান। এই প্রসঙ্গে অবশ্য আক্রমের যুক্তি, বুমরার মতো, পাক ক্রিকেটাররা এত টেস্ট ক্রিকেট খেলেননি। অ্যারাউন্ড দ্য উইকেট বুমরার বোলিং দেখে অবাক আক্রম। বুমরার নিয়ন্ত্রণকে বার-বার সাধুবাদ দিয়েছেন সর্বকালের সেরা বোলার ওয়াসিম আক্রম।